Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

সাতক্ষীরা সদর উপজেলা হতে ভোমরা স্থলবন্দর/কালিগঞ্জ সড়ক ধরে মাত্র ৫ কিমি পশ্চিমে এসে ডানে মোড় নেয়া ভোমরা গামী সড়কে ১ কিমি আসলে ডান পাশ্বে আলিপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। আলিপুর ইউনিয়নের মধ্য দিয়ে উল্লেখিত দুইটি সড়ক চলে গিয়েছে। মাহমুদপুর বাজার হতে আলিপুর হাটখোলা, বাদামতলা হতে কাথন্ডা, ঢালীপাড়া মোড় হতে খানপুর ও পাঁচানী মোড় হতে রইচপুরগামী পাকা রাস্তাগুলি অন্য ইউনিয়নের সাথে সংযোগ স্থাপন করেছে। তাছাড়া ইউনিয়নে আরও কিছু অভ্যন্তরীন পাকা রাস্তা ও অনেক ইটের সোলিং রাস্তা এবং গ্রামীন কাঁচা রাস্তা রয়েছে।

 

আলিপুর ইউনিয়নে উল্লেখযোগ্য দুইটি ব্রিজ গাংনিয়া ও বাকাল ব্রিজ ইউনিয়নের পশ্চিম ও পূর্ব প্রান্তে অবস্থিত।

 

আলিপুর ইউনিয়নে কোন রেল, নৌ বা আকাশ পথে যোগাযোগের ব্যবস্থা নাই। (সাধারন নৌকা চলাচল ব্যাতীত)

 

ইউনিয়নের কয়েকটি খালে অসংখ্য বাঁশের স্যাঁকো দিয়ে মানুষ চলাচল করে থাকে।